Header Ads

চিকেন ঝুরা ফ্রাই রেসিপি


✨ চিকেন ঝুরা ফ্রাই রেসিপি ✨ 


🌹🌹 উপকরণ: 🌹🌹


•৩০০ গ্রাম মুরগির মাংস

🪻🌿 প্রথমে মাংস সিদ্ধ করে কাটা চামচ দিয়ে ছোট ছোট টুকরো করে ছিঁড়ে নিতে হবে 🪻🌿

•১/২ চামচ মরিচের গুঁড়া,
•পরিমাণ মতো হলুদের গুঁড়া,
•১/২ চামচ কালো গোলমরিচের গুঁড়া,
•১/২ চামচ ভাজা জিরার গুঁড়া,
•স্বাদমতো লবণ,
•১/২ চামচ আদা বাটা,
•১/২ চামচ রসুন বাটা,
•১/২ চামচ দারুচিনির গুঁড়া,
•১ চামচ সয়াসস,
•১/২ চামচ টেস্টি সল্ট,
•১ টেবিল চামচ টমেটো সস,
•১ ফালি লেবুর রস

🪻🌿 সবগুলো উপকরণ ভালো করে মিক্স করে সস বানিয়ে নিতে হবে 🪻🌿

•১/২ কাপ ময়দা,
•১ চামচ কর্নফ্লাওয়ার,
•স্বাদমতো লবণ,
•পরিমাণ মতো হলুদের গুঁড়া,
•পানি,
•১/২ চামচ চিলিফ্লেক্স,

🪻🌿 সবগুলো উপকরণ ভালো করে মিক্স করে পাতলা একটা ব্যাটার বানিয়ে নিতে হবে 🪻🌿

🪻🌿 তারপর মুরগির মাংসের সাথে প্রথমে সস দিয়ে মিক্স করে, তারপর ব্যাটার অল্প অল্প করে দিয়ে মেখে সবগুলো গরম তেলে মুচমুচে করে ভেজে নিলেই হয়ে যাবে মুচমুচে মুখরোচক চিকেন ঝুরা ফ্রাই 🪻🌿

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.