Header Ads

চিজি গারলিক ব্রেড





♦️চিজি গারলিক ব্রেড♦️


 চুলায় কীভাবে চিজি গারলিক ব্রেড বানাবেন? কিছু ট্রিকস অনুসরণ করলেই কিন্তু সহজেই চুলায় চিজি গারলিক ব্রেড বানানো সম্ভব। আসুন দেখে নেই, কীভাবে এবং কী কী লাগবে চিজি গারলিক ব্রেড বানাতে।👇👇👇


✅উপকরণঃ

ব্রেড-৪ পিস
বাটার-৫০/৬০ গ্রাম
রসুন কুচি- ২ টেবিল চামচ
ধনিয়া পাতা-৪ চা চামচ
মোজেরোলা চিজ-১ কাপ
গ্রেট করা চীজ- ১ কাপ
পাপরিকার গুঁড়া- ১/২ টেবিল চামচ (স্বাদমত)
ওরেগানো-২ চা চামচ

✅প্রণালীঃ


– একটি প্যান গরম করে, এর উপর ব্রেড রেখে সামান্য টোস্ট করে নিন।

– এখন একটি বাটিতে একে একে বাটার, রসুন, ধনিয়া পাতা নিয়ে একসাথে মিশিয়ে নিন এবং ব্রেডে মাখন যেভাবে লাগায় অভাবে লাগিয়ে নিন।

– আরেকটি বাটিতে মোজেরোলা চিজ, গ্রেট করা চিজ,পাপরিকার গুঁড়া, ওরেগানো একসাথে মিশিয়ে রাখুন , এরপর এই মিশ্রণ ব্রেড গুলোর উপর দিন।

– এরপর চুলায় একটি প্যান নিয়ে এতে বাটাার/তেল ব্রাশ করে নিন। ব্রেড গুলো দিয়ে দিন এবার টোস্ট হবার জন্য। চুলার আঁচ একদম কম রাখবেন এ সময়। ব্রেড গুলো ঢেকে দিন ঢাকনার ছোট ছিদ্রটি ময়দা ডো বানিয়ে বন্ধ করুন। দেখতে থাকুন মোজেরোলা চিজ, গ্রেট করা চিজ গলে যাচ্ছে কিনা। গলে গেলে চুলা বন্ধ করুন, দেখবেন ব্রেড ক্রিস্পি এবং চিজি হয়েছে।

– এবার পরিবেশন করুন মজাদার চুলায় বানানো চিজি গারলিক ব্রেড।

রেসিপি ভালো লাগলে শেয়ার করে রাখুন আপনার টাইমলাইনে। ইউনিক ও নতুন নতুন রেসিপি পেতে আমার পেইজে নিয়মিত লাইক কমেন্ট ও ফলো দিয়ে পাশে থাকুন। ❤️


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.