চিকেন হানি উইংস রেসিপি
✨ চিকেন হানি উইংস রেসিপি ✨
🌹🌹 উপকরণ: 🌹🌹
-১ কেজি মুরগির মাংস,
-১ টি ডিম,
-১ টেবিল চামচ লেবুর রস,
-১ টেবিল চামচ আদা বাটা,
-১ টেবিল চামচ রসুন বাটা,
-১ চামচ মরিচের গুঁড়া,
-স্বাদমতো লবণ,
-১/২ চামচ গোলমরিচের গুঁড়া,
🌻🌿 মাংসের সাথে সবগুলো মসলা ভালো করে মেখে মেরিনেট করে রেখে দিতে হবে ১ ঘন্টা 🌻🌿
🌹🌹 হানি উইংস এর সস-
-১/২ কাপ টমেটো সস,
-৩ টেবিল চামচ ডার্ক সয়াসস,
-৩ টেবিল চামচ মধু,
-১ চামচ চিনি,
-১ টেবিল চামচ সাদা সিরকা,
-১/২ চামচ গোল মরিচের গুঁড়া,
🌻🌿 সবগুলো মসলা ভালো করে মিক্স করে নিলেই হয়ে যাবে হানি উইংস সস 🌻🌿
🌻🌿 ১ ঘন্টা পর মেরিনেট মাংসের সাথে ১/২ কাপ কর্নফ্লাওয়ার, ১/২ কাপ ময়দা, সামান্য পানি দিয়ে মাখিয়ে নিতে হবে || প্যানে তেল গরম করে ৪ মিনিট ভেজে নিতে হবে || চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে আবার গরম তেলে ৬ মিনিট ভেজে নিতে হবে |
🌻🌿 চুলায় প্যানে ৩ টেবিল চামচ তেল দিয়ে তৈরি করে রাখা সসগুলো দিয়ে একটু জাল করে ভাজা মাংস আর ১ চামচ সাদা তিল দিয়ে নেড়েচেড়ে নিয়ে মাংসের গায়ে সস লেগে আসলে চুলা থেকে নামিয়ে পরিবেশন করলেই হয়ে যাবে ভীষণ স্বাদের চিকেন হানি উইংস |
কোন মন্তব্য নেই