Header Ads

আলুর নাস্তা রেসিপি



✨ আলুর নাস্তা রেসিপি ✨


🌹🌹 উপকরণ: 🌹🌹


•৩ টা আলু,
•স্বাদমতো লবণ, 
•৩ টা কাঁচা মরিচ কুচি করা, 
•পেঁয়াজ কুচি,,
•১ চামচ চিলি ফ্লেক্স, 
•১/২ চামচ ভাজা জিরার গুঁড়া,
•১/২ চামচ ভাজা ধনিয়ার গুঁড়া, 
•১/২ কাপ ধনিয়া পাতা কুচি, 
•৪ চামচ কর্নফ্লাওয়ার

🪻🌿 প্রথমে আলু ভালো করে সিদ্ধ করে গ্রেটার দিয়ে ভালো করে গ্রেট করে সবগুলো উপকরণ দিয়ে ভালো করে মিক্স করে নাস্তার শেপ দিয়ে নিতে হবে🪻🌿

•১ টা ডিম,
•স্বাদমতো লবণ, 
•সামান্য মরিচের গুঁড়া 

🪻🌿 ডিমের সাথে সব গুলো গরম ভালো করে মিক্স করে নাস্তাগুলো প্রথমে ডিমের চুবিয়ে তারপর ব্রেডক্রামে কোট করে গরম তেলে মুচমুচে করে ভেজে নিলেই হয়ে যাবে ভীষণ মজাদার মুচমুচে মুখরোচক আলুর নাস্তা🪻🌿

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.