ভেজ পাস্তা রেসিপি
ভেজ পাস্তা রেসিপি
উপকরণঃ
১ টা পেঁয়াজ কুচি
১ টা টমেটো কুচি
৪-৫ কোয়া রসুন কুচি
১ চা চামচ আদা কুচি
১/২ কাপ গাজর কুচি
১/২ কাপ ক্যাপ্সিকাম কুচি
১ চা চামচ কাশ্মীরী লঙ্কা গুঁড়ো
১ চা চামচ গোলমরিচ গুঁড়ো
১ টেবিল চামচ টমেটো সস
২ টেবিল চামচ পাস্তা সস
১ বাটি নুন আর সাদা তেল দিয়ে সেদ্ধ করা পাস্তা
পরিমাণ মত সাদা তেল
স্বাদ মত নুন
রান্নার নির্দেশ সমূহ
1
প্রথমে একটা বড়ো পাত্রে জল গরম বসিয়ে তাতে নুন আর সাদা তেল দিয়ে পাস্তাটা দিয়ে সেদ্ধ করে জল ঝরিয়ে রাখতে হবে ।
2
তারপর কড়াইতে তেল গরম করে রসুন কুচি আর আদা কুচি দিয়ে একটু ভেজে নিতে হবে তারপর তাতে পেঁয়াজ কুচি দিয়ে কিছু ক্ষণ নাড়তে হবে।
3
তারপর তাতে গাজর কুচি দিয়ে ২ মিনিট ভাজতে হবে তারপর তাতে টমেটো কুচি দিয়ে টমেটো নরম হওয়া পর্যন্ত নাড়তে হবে।
4
তারপর তাতে ক্যাপ্সিকাম কুচি আর নুন দিয়ে আরো ২-৩ মিনিট ভাজতে হবে তারপর তাতে লংকা গুড়ো আর দুরকম সস দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে।
5
তারপর তাতে পাস্তা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ২ মিনিট ভালোভাবে নেড়ে নামিয়ে নিতে হবে। তারপর ওপরে গোলমরিচ গুড়ো ছড়িয়ে মিশিয়ে পরিবেশন করতে হবে।
কোন মন্তব্য নেই