আস্ত মুরগির গ্রিল রেসিপি
👉 : আস্ত মুরগির গ্রিল রেসিপি
উপকরণ :
১.আস্ত মুরগি স্কিন সহ ( ১ কেজি পরিমান স্কোর করে নেয়া )
২.আদা বাটা ৩ চা চামচ
৩.রসুন বাটা ২ চা চামচ
৪.হলুদ গুড়া হাফ চা চামচ
৫.মরিচ গুড়া হাফ ১ চা চামচ
৬.দারচিনি গুড়া হাফ চা চামচ
৭.মেথি গুড়া হাফ চা চামচ
৮.শুকনা মরিচ টালা গুড়া অল্প ( পরিমান কম বেশি করা যাবে )
৯.ড্রাই মিন্ট হাফ চা চামচ ( ড্রাই মিন্ট না পেলে মিন্ট পেস্ট ও দিতে পারেন)
১০.রং অল্প ( ইচ্ছা )
১১.লেবুর রস ৩ টেবিল চামচ
১২.লবন স্বাদমত
১৩.তেল ২ টেবিল চামচ
👉প্রণালী
একটা বাটিতে উপরের সব মশলা গুলি , তেল ,লেবুর রস ,১/৪ কাপ পানিতে মিশিয়ে পেস্ট এর মত করে নিন।
এখন কেটে নেয়া আস্ত মুরগিতে মাখিয়ে মেরিনেট করে রাখুন ২ ঘন্টা ( সারা রাত মেরিনেট করে ফ্রিজে রেখে দিতে পারেন )
এবার ১৮০ ডিগ্রী তে প্রি হিট করে রাখা ওভেনে রান্না করুন ৪০ মিনিট।
নান,রাইতা এবং সালাদ এর সাথে পরিবেশন করুন ।
ধন্যবাদ 🥰
রেসিপি যেন না হারিয়ে যায় তাই তাড়াতাড়ি আপনার টাইমলাইনে শেয়ার করে রেখে দিন। যেনো প্রয়োজনে খুঁজে পান।
কোন মন্তব্য নেই